১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

অমিত্রাক্ষর’ শিরোনামের নাটকে আবুল হায়াত

নিজস্ব প্রতিবেদক :

প্রবীণ অভিনেতা আবুল হায়াত এবারের ঈদের জন্য ‘অমিত্রাক্ষর’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও ইরফান সাজ্জাদ।

নাটকটির গল্প গড়ে উঠেছে সদ্য কৈশোর পার করা এক তরুণীকে নিয়ে। যার বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। যার সাথে বিয়ে ঠিক হয় তাকে সে গভীরভাবে ভালোবাসেও।

তবে ওদের বয়সের ১০ বছর পার্থক্য। যা মাঝে মধ্যে জটিলতার সৃষ্টি করে। প্রেমিক ভালোবেসে যতই ঘনিষ্ঠ হতে চায় তরুণী ততই আড়ষ্ট হয়ে যায়।

‘অমিত্রাক্ষর’-এ মেহজাবিন জুলেখা এবং জাফর চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ।

অভিনয়ের পাশাপাশি নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত। আরো অভিনয় করেছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ।

আবুল হায়াত জানান, ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আই-এ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৪:৪৮ অপরাহ্ণ