৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে বললেন হাইকোর্ট

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

একইসঙ্গে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেসব নির্দেশনা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেন, করোনা মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। তাইওয়ান চীনের পাশের দেশ হওয়া সত্ত্বেও তারা কীকভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও সম্মতি প্রকাশ করেন আদালত।

এর আগে করোনা পরীক্ষার বিশেষ ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

প্রকাশ :মার্চ ২৫, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ