করোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারি ফান্ডে ২৫ লাখ টাকা জমা দিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বুধবার (২৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন।
এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে সরকারের কাছে কোনো দাবি উত্থাপন না করে সরকারের সাথে থেকে এই সংকট মোকাবিলা করতে হবে।
একই সাথে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান রিহ্যাব প্রেসিডেন্ট।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

