১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০০

বগুড়ায় সড়কে প্রাণ গেলো ৫ জনের

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা ঢাকার বাইপাইলগামী একটি বাস বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছায়। এসময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকে থাকা চার জন নিহত এবং ১০ জন আহত হন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঘটনাস্থলে চার জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, শজিমেক হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে মৃদুল হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশ :মার্চ ২৫, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ