১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৬

করোনা প্রকোপেও জয়ের খবর নেননি শাকিব

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। অনেকেই এখন ঘরে অবস্থান করছেন। শোবিজ তারকারাও তাদের সকল অনুষ্ঠান বন্ধ রেখেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসও তার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আপাতত আমার সন্তানকে নিয়েই সময় কাটছে। অন্য সময় তো নানা কারণে ব্যস্ত থাকি। চাইলেও হয়তো তেমনভাবে সময় দিতে পারি না। তাই এখন পুরোটা সময় আমার ছেলে জয়কেই দিচ্ছি। ওকে নিয়ে বিভিন্ন খেলা খেলছি, ছবি আঁকছি।’

জয়ের বাবা শাকিব খান এই করোনা প্রকোপে জয়ের খোঁজ খবর নিয়েছেন কি না জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আসলে ও গত দের বছর ধরে কোনো খবর নিচ্ছে না জয়ের। পাশাপাশি জয়ের জন্য কোনো খরচও দিচ্ছে না। আর দেশের খারাপ অবস্থাতেও জয়ের কোনো খবর নেয়নি।’

প্রকাশ :মার্চ ২৪, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ