১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিবেদক:

ফেনীতে ট্রাক, লেগুনা ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রামমুখী একটি ট্রাক লেগুনাকে ধাক্কা দেয়। পরে আরেকটি পিকআপভ্যান তাদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত আহত হয়েছের আরও পাঁচজন। নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবদুল আউয়াল সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ