১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

ইতালিতে নোয়াখালী সমিতির ইফতার মাহফিল

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে মিলান কেন্দ্রীয় জামে মসজিদে রবিবার  ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ইফতার পূর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ সোবহান।

ইফতার মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলম, সালাউদ্দিন আহমেদ, সেলিম আহমেদ, সাধারণ সম্পদক আব্দুল কাইয়ুম মামুন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শ্রাবণ, মাসুদ ভূঁইয়া আলম বাকের, প্রচার সম্পাদক এনামুল হক রিমন, আনিসুজ্জামান শিমুল, আব্দুল্লাল আল হারুন শিপন, শাকিল আহমেদ, সানাউল্লাহ অমিত, মাহফুজার রহমান, নুরুল আবসার, নুরুল আফসার, আবুল কায়ের, আকবর আলী, মিজানুর রহমান মিলন, শাহাদাত হোসেন, সাইফ উদ্দিন ফিরোজ, সোহাগ বেপারী, নিজাম উদ্দিন রাসেল, মেহেদী হাসান, ডাবলু উদ্দিন, শরীফ উল্লাল লিটন, মোকসেদ আলম প্রমুখ।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, জাকির হোসেন, সমিতির উপদেষ্টা সারওয়ার হোসেন, খোরশেদ আলম, সৈয়দ মাসুদ, মিলান বিএনপির সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার বেপারী, সিলেট সমিতির উপদেষ্টা আজিম উদ্দিন, লুৎফুর রহমান, মিলান বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ সভাপতি  শাহীন মাহমুদ, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম, মুক্তিযুদ্ধ আশরাফ আহমেদ, জামাল আহমেদ, হাসিব আলম সেলিম, যুবদলের সহ-সভাপতি রবিন শিকদার, মামুন আহমেদ, মৌলভীবাজারের সমিতির সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন আঞ্চলিক সমিতি সিলেট, ঢাকা, মৌলভীবাজার, দিরাই সমিতির নেতৃবৃন্দ।

বয়ান শেষে ইফতার পূর্বে সকল রোজাদারদের এবং বিশ্ব মুসলমানদের সুখ শান্তি কামনা করে  বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৪:৫৭ অপরাহ্ণ