নিজস্ব প্রতিবেদক :
চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক শেষে পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৯.১% শতাংশ। মূলত লোন প্রভিশনিং ১১৭.৮% হ্রাস পাওয়া ব্যাংকটির মুনাফা বেড়েছে। যার প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ার দরে। রয়েল ক্যাপিট্যালের অ্যানালাইসিস থেকে এ তথ্য জানা গেছে।
এসময় কোম্পানিটির পরিচালন ব্যয় (operating expenses) ২০.৩% শতাংশ বাড়লেও নেট প্রফিট বেড়েছে ৯.১%।
২০১৮ সালের প্রথম প্রান্তিক শেষে ব্র্যাক ব্যাংকের নেট প্রফিট হয়েছে ১৩৮ কোটি ৩১ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১২৬ কোটি ৭৪ লাখ টাকা। যদিও প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’১৮) শেষে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.১৮ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১.০৮ টাকা।
পরিচালন ব্যয় ২০ শতাংশ বাড়লেও কোম্পানিটি লোন প্রভিশনিং আগের বছরের একই সময়ের তুলনায় ১১৭.৮ শতাংশ কমায় মুনাফায় ইতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংক ২ হাজার ৮০৯ কোটি ৭৩ লাখ টাকা বিনিয়োগ করেছে। যা আগের বছরের তুলনায় ৪.৫ শতাংশ বেড়েছে। কিন্তু লোন, ক্যাশ ক্রেডিট, ওভার ড্রাফট, এসএমই কমেছে ১.৮ শতাংশ।
প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির রিটার্ন অন ইক্যুইটি (আরওই) হয়েছে ৪.৯%। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৭ শতাংশ বেশি। এসময় রিটার্ন অন অ্যাসেট (আরওএ) বেড়েছে ৭.৯ শতাংশ।
এসময় শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএবিপিএস) হয়েছে ২৬.১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২৪.৮ টাকা। অর্থাৎ এনএভিপিএস বেড়েছে ৫.৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১২ শত কোটি টাকা অনুমোদিত মূলধনধারী ব্র্যাক ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৭২ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। বছরান্তে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৬.০৭ টাকা।
‘এ’ ক্যাটাগরির আওতাভুক্ত ব্র্যাক ব্যাংকের সর্বমোট শেয়ারের ৪৪.৩০ শতাংশ উদ্যেক্তা/পরিচালকদের নিকট। বাদবাকি শেয়ারের ৮.৭১ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট, ৪০.২০ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের নিকট ও ৬.৯৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ