১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৮

করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন আসিফ

বিনোদন ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ জন, মারা গেছেন মোট ৩ জন। আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি কিংবা ব্যক্তিগত অংশগ্রহণ খুব জরুরি।

ইতোমধ্যে বেশ কিছু সংগঠন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। অনেকে এ কাজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। এ অবস্থা শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার ঘোষণা দিলেন। গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন।

আসিফ আকবর লিখেন, ‘সম্পূর্ণ দায় নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে একজন স্বেচ্ছাসেবক হিসেবে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। প্রয়োজনীয় ট্রেনিং নিতেও ইচ্ছুক সর্বান্তকরণে। সরকারি কিংবা বেসরকারি চিকিৎসার যেকোনো পর্যায়ে কোভিড-১৯ এ আক্রান্তদের জন্য কাজ করতে চাই। স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের যাবতীয় খরচ আমি নিজেই বহন করব। আমি সজ্ঞানে শপথ করছি, সিদ্ধান্তে অটল থাকব। যেকোনো প্রকার অবস্থায় আমার পরিবারের যেকোনো অভিযোগ অগ্রাহ্য করার এখতিয়ার মেনে নিলাম। আমি করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বতস্ফুর্তভাবে শরীক হওয়ার সুযোগ চাই।’

প্রকাশ :মার্চ ২৪, ২০২০ ৩:২০ অপরাহ্ণ