১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৮

চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম আসছে ২৬ মার্চ

কূটনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম এবং করোনা শনাক্তের কিট সহায়তা হিসেবে দিচ্ছে চীন।  এসব উপকরণ আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় এসে পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়া লং এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ মার্চ ঢাকায় চীনের দূতাবাস এক বিবৃতিতে করোনা ইস্যুতে বাংলাদেশকে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছিল।

চীনের সহায়তার মধ্যে রয়েছে- দশ হাজার কিট, পনেরো হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, দশ হাজার চিকিত্সা পোশাক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

বিবৃতিতে বলা হয়, মহামারি রোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিলো এবং থাকবে।

প্রকাশ :মার্চ ২৪, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ