বিনোদন ডেস্ক:
অভিনেত্রী তারিনের ভাগ্নে শায়ান। খালার অভিনয় দেখেই মডেল হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। মডেলিং করেছেন, নাটকে অভিনয়ও করেছেন।
যার পথ দেখে অভিনয়ে আসা এবার তার সঙ্গেই বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন। তারিন ও শায়ানকে দেখা যাবে উত্তমের নির্দেশনায় ‘ম্যাগি নুডলস’র বিজ্ঞাপনে।
১৫ মে রাজধানীতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। তারিন বলেন, ‘ছোটবেলা থেকেই শায়ান আমাকে দেখছে যে, আমি মিডিয়াতে কাজ করছি। একসময় তারও শখ হয় এখানে কাজ করার। যখন থেকেই তার শখ হয় তখন থেকেই তার মধ্যে এখানে কাজ করার চর্চাটা ছিল। শায়ানের ইচ্ছে ছিল আমরা দুজন যেন একই বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করি। অবশেষে সেই সুযোগটি এলো এবং আমরা বেশ ভালোভাবে কাজটি শেষ করেছি।’
শায়ান বলেন, ‘খালামণির সঙ্গে এর আগে নাটকে অভিনয় করেছি। কিন্তু বিজ্ঞাপনে এবারই প্রথম। ইউনিটের সবার সহযোগিতায় ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছি।’
রোজার মাসেই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবকটি চ্যানেলে প্রচার হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

