২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

টেস্টে টস না থাকলে বাংলাদেশের লাভ কতটুকু ?

স্পোর্টস ডেস্ক:

টসের মাধ্যমেই সিদ্ধান্ত হয় কে আগে ব্যাটিং কিংবা বোলিং করবে। তবে ক্রিকেটের টেস্ট সংস্করণে টসের এ দৃশ্য আর না-ও দেখা যেতে পারে। এর বিকল্প পদ্ধতিও বের করা হয়েছে। সেটি হল- যে দল প্রতিপক্ষের মাঠে খেলবে, তারা সিদ্ধান্ত নেবে আগে ব্যাটিং না বোলিং করবে।

মূলত, স্বাগতিক দলকে হোক কন্ডিশনের সুবিধা থেকে বঞ্চিত করতেই কিংবা ঘুরিয়ে বললে, সফরকারীদের একটু বাড়তি সুবিধা দিতেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এমন সিদ্ধান্তের পথে হাঁটছে।

তবে সাদা পোশাকের ক্রিকেটে টস না থাকলে এশিয়ার দলগুলো সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সেক্ষেত্রে বাংলাদেশের বিপদটা হতে পারে আরও গভীরতর। কেননা, টেস্টে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে জিততে শুরু করেছে বাংলাদেশ। এই মুহূর্তে টস তুলে দিলে স্বাগতিক হওয়ার সুবিধাটুকুও হারাবে টাইগাররা।
এদিকে টেস্টে টস বাতিলের বিষয়টি চূড়ান্ত করতে চলতি মাসের শেষ দিকে মুম্বাইয়ে আরেকবার আলোচনায় বসার কথা জানিয়েছে আইসিসি।

কিন্তু সাদা পোশাকে টস বাতিলের সিদ্ধান্তে নাখোশ খোট ক্রিকেট লিজেন্ডরাই। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের এ ব্যাপারে ভাষ্য, ‘আমি মনে করি না এই সিদ্ধান্ত ভালো কিছু হবে। ঐতিহ্যবাহী একটা নিয়ম তুলে দেয়ার পক্ষে আমি নই। অবশ্যই টস গুরুত্বপূর্ণ একটা বিষয়। ’

টাইমস অব ইন্ডিয়াকে নিজের মতামত জানাতে গিয়ে ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদি বলেন, ‘শত বছরের ঐতিহ্যকে কেন বাতিল করতে হবে? এতে ক্ষতি হবে।’
বেদির সতীর্থ দিলীপ ভেংসরকার বলেন, ‘এটা যদি শুধু মাত্র স্বাগতিক দেশের সুবিধা কমাতে করা হয়, তাহলে নিরপেক্ষ পিচ কিউরেটরের ব্যবস্থা করুন। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের মতো কিউরেটরদের প্যানেল থাকবে।’ টস থাকলে প্রতিযোগিতায় বরং সমতা থাকে বলেও মনে করেন ভেংসরকার।

সাবেক পাকি অধিনায়ক আসিফ ইকবালও টস বাতিলের বিরুদ্ধে। তার মতে, ‘সবাই দেশের মাঠে খেলে। আবার অন্যের মাঠেও খেলে। সেরা হতে হলে সব জায়গায় জিততে হবে। এখানে টস বাতিল করার প্রসঙ্গ আনবে কেন।’

সবকিছুকে ছাপিয়ে এই টস বাতিলের সিদ্ধান্ত বিসিবিকে ভাবনায় ফেলেছে। গত বছর তিনেক ধরে হোম গ্রাউন্ডে টেস্টে ভালো করছে দল। ঘরের মাঠে এডভান্টেজটা কাজে লাগাচ্ছে টাইগাররা। এবার যদি সেটি উঠিয়ে নেয়া হয় তবে মিরপুরের সঙ্গে মেলবোর্নের দূরত্ব বলে হয়তো আর কিছু থাকবে না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ