১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৫৩

লালপুরের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

 

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

শনিবার নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার চামটিয়া (পশ্চিমপাড়া) গ্রামের আলতাব হোসেনের ছেলে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ীর পাশে একটি দোকানে চকলেট কিনতে গিয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারে সদস্যরা খুজাখুজির সময় বাড়ীর পাশের পুকুরের সিঁড়িতে আলিফের সেন্ড্যাল দেখতে পায়। লোকজন পুকুরের পানিতে খুজাখুজি করে বেলা সাড়ে ১১টার দিকে তাকে পুকুরের তলা থেকে উদ্ধর করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আলিফ কে মৃত ঘোষনা করেন।

প্রকাশ :মে ১৯, ২০১৮ ৮:৩৬ অপরাহ্ণ