১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

কানে আলো ছড়ালেন দীপিকা ও কঙ্গনা

বিনোদন ডেস্ক:

হলিউডের ‘ট্রিপল এক্স দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করে এরইমধ্যে নাম কামিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবারের ৭১তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েও আলো ছড়ান এই জনপ্রিয় তারকা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের পালে দো ফেস্টিভ্যাল ভবনে সাদা গাউন শরীরে জড়িয়ে হাজির হন তিনি।

দীপিকার পরা সাদা গাউনটি বানিয়েছেন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদ। সঙ্গে ছিল আমেরিকান ডিজাইনার লরেইন শোয়ার্ৎজের সাজানো হীরার দুল ও ব্রিটিশ ডিজাইনার নিকোলাস কার্কউডের বানানো হিল। স্টাইল করে দিয়েছেন স্টাইলিস্ট শালিনা নাথানি। এবারের উৎসবে অংশ নেয়ার পাশাপাশি প্রাণবন্ত হাসি দিয়ে অন্যপ্রান্তে তার অপেক্ষায় থাকা ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন দীপিকা। কান সৈকতের সাগরপাড়ের হোটেল মার্টিনেজে উঠেছেন বলিউডের এই জনপ্রিয় মুখ। কান সৈকতে এক সপ্তাহ আগেই এসে হাজির হয়েছেন দীপিকা।

গত বছর কানের লালগালিচায় দু’বার হেঁটেছিলেন দীপিকা। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে পা পড়লো তার। এদিকে বলিউডের আরেক তারকা কঙ্গনা রানাউতও কোনো অংশে পিছিয়ে নেই। এ অভিনেত্রীও গত বৃহস্পতিবার সন্ধ্যায় কানের লালগালিচায় পা  মাড়িয়ে পালে দো ফেস্টিভ্যাল ভবন আলোকিত করেন। সেখান থেকে বেরোনোর পর সবার চোখ যেন কঙ্গনার দিকে। দুধে আলতা ত্বকের কোকড়া চুলের অধিকারী এই সুন্দরী পিঠখোলা গাউনে হাজির হন। এক কথায় বেশ সুন্দর লাগছিল কঙ্গনা রানাউতকে।

ফরাসি পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রে গুসের প্রতিনিধি হিসেবে প্রথমবার কানে হাঁটলেন তিনি। ফ্যাশনেবল উপস্থিতিতে নজর কেড়েছেন উপস্থিত সবার। হীরার চেয়ে জ্বলজ্বল করা পোশাকটি বানিয়েছেন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদ। এর আগে বুধবার ভারতীয় প্যাভিলিয়নে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা কালো শাড়ি পরে আলো ছড়ান কঙ্গনা।

সেসময় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) চেয়ারম্যান প্রসূন জোশির সঙ্গে ভারতীয় চলচ্চিত্রে নারীবিষয়ক আলোচনায় অংশ নেন তিনি। বিশ্বের অন্যতম সম্মানজনক এই উৎসবে তিনদিন থাকবেন কঙ্গনা। গত ৮ই মে শুরু হওয়া এই উৎসব চলবে ১৯শে মে পর্যন্ত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১২, ২০১৮ ১০:২১ পূর্বাহ্ণ