বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সূচিত্রা সেন। এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি দারুণ সমাদৃত। এই সময়ের নায়িকারা তাকে আইডল ভাবেন। এবার সূচিত্রা সেন আসছেন ছোট পর্দায়। তবে নায়িকা হয়ে নন। তিনি থাকছেন একটি নাটকের গল্পে।
সুচিত্রার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে। হাবিব শাকিলের ‘রাজ্জাক-সুচিত্রা’ শীর্ষক একটি নাটকে এভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে।
নাটকটিতে রাজ্জাক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গল্পজুড়ে থাকছে রাজ্জাক-সুচিত্রার সময়ের আবহ। সেই সময়ের মেয়েদের সাজসজ্জা। ছেলেমেয়ের প্রেম। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। আসছে ঈদের জন্যই নাটকটি নির্মাণ হচ্ছে বলে জানান নির্মাতা।
নিশো তার এমন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে আরও বলেন, একটা সময় আমার মধ্যে হিরোইজম বিষয়টি হয়তো আর থাকবে না। তখনো কিন্তু আমাকে অভিনয় করতে হবে। এখন থেকে যদি নানা রকম চরিত্রে অভিনয়ের চর্চা না থাকে তখন কিন্তু আমি আর কাজ করতে পারবো না। আমাকে বাধ্য হয়ে অভিনয় থেকে দূরে সরে যেতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ