১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

আগামীকাল শুরু হচ্ছে যশোরে কৃষি-প্রযুক্তি মেলা

কৃষি ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার থেকে যশোরে শুরু হচ্ছে কৃষি-প্রযুক্তি মেলা। এসিআই এগ্রিবিজনেস এর পৃষ্ঠপোষকতায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে যশোরের কালেকটোরেট চত্ত্বরে মেলা চলবে ১২ মে পর্যন্ত।

কৃষি নির্ভর এই বাংলাদেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষি প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব চাষাবাদের জ্ঞান ছড়িয়ে দিতে এই মেলা-প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বিষয়ে এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এফ এইচ আনসারী বলেন, ‘আমাদের জমির স্বল্পতা রয়েছে। তাই কৃষি জমির সর্বোত্তম ব্যবহার এবং প্রযুক্তিগত কৌশল ব্যবহার করতে হবে। এই মেলার মাধ্যমে কৃষক ও উদ্যোক্তারা কৃষি-প্রযুক্তির গুরুত্ব এবং সেগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। সর্বোচ্চ ফলন-উৎপাদন নিশ্চিত করার জন্য এটি জরুরি।’

এর আগে গত মার্চ মাসে খুলনা ও ঝিনাইদহে এই মেলা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ