১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

রণবীরে মুগ্ধ আলিয়া

বিনোদন ডেস্ক :

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট। বহ্মাস্ত্র সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এছাড়া মাঝে বলিপাড়ায় এ দুজনের প্রেমের গুঞ্জনও চাউর হয়।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আলিয়া ভাট। এতে রণবীর কাপুরের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘আমি সব সময়ই রণবীরের সঙ্গে অভিনয় করতে চেয়েছি। সত্যি বলতে, তার সঙ্গে শুটিং শুরু করার জন্য অধির আগ্রহে ছিলাম। কারণ রণবীর যেভাবে একটি চরিত্র ফুটিয়ে তোলে তা আমাকে মুগ্ধ করে। যখন আমরা একসঙ্গে অভিনয় করেছি ঠিক যেমনটা ভেবেছিলাম সেটিই হয়েছে। সে শুধু একজন ভালো অভিনয়শিল্পীই নয়, একজন ভালো মানুষও।’

কয়েকদিন আগে ব্রহ্মাস্ত্র সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করেছেন আলিয়া। এছাড়া করন জোহরের কলঙ্ক সিনেমার শুটিং শুরু করেছেন। পাশাপাশি রাজি সিনেমার প্রচারণায় ব্যস্ত এ অভিনেত্রী।

স্টুডেন্ট অব দ্য ইয়ার অভিনেত্রী বলেন, ‘এটি সত্যিই অনেক বড় একটি শিডিউল। কিন্তু আপনি যখন বন্ধু ও পরিবারের মানুষের সঙ্গে কাজ করবেন তখন বেশি কিছু মনে হবে না। হিন্দি ভাষায় এখন পর্যন্ত বহ্মাস্ত্র’র মতো সিনেমা তৈরি হয়নি। এ ধরনের সিনেমা মানুষের মাঝে কেমন সাড়া ফেলে তা দেখার অপেক্ষায় আছি।’

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ