১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

রাতে দিল্লির মুখোমুখি ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) সোমবার দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে ধোনির চেন্নাই সুপা কিংস।পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আইপিএলের চলতি আসরে সাত ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে সমান সাতটি ম্যাচ খেলে কেবল দুটিতে জয় পেয়েছে দিল্লি। পাঁচ হারে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। টানা হারের বৃত্তে আবদ্ধ থাকার পরে দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন গৌম্ভীর। তার পরিবর্তে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আয়ারের উপর। আর দায়িত্ব নিয়েই প্রথম ম্যাচে দিল্লিকে দারুণ এক জয় দিয়েছেন শ্রেয়াস। সেই ম্যাচে ৯৪ রানের এক দারুণ ইনিংস খেলা তিনিই দলকে জিতিয়েছেন।

অপরদিকে এই আসরে টানা জয়ের ছন্দে উড়তে থাকা চেন্নাইকে শেষ ম্যাচে হারিয়েছে মুম্বাই। সেই ম্যাচে মুম্বাইয়ের কাছে আট উইকেটে হারে কিংসরা। সব মিলিয়ে আজকের ম্যাচে জয়ে ছন্দে ফেরার জন্যই মাঠে নামবে ধোনিরা। আর জয়ের দ্বারা ধরে রাখতে চাইবে দিল্লিও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ