১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৮

বাস্তবেই দ্বৈত ভূমিকায় মাহি

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের বর্তমান নায়িকাদের মধ্যে সবচেয়ে দামি ও জনপ্রিয় হচ্ছেন মাহিয়া মাহি। ছবির কাজ নিয়ে তুমুল ব্যস্ত থাকলেও শনিবার এফডিসির ৭ নম্বর ফ্লোরে সেট ফেলে একটি আইটেম গানের শুটিং করেন তিনি। গানের শিরোনাম মাহির নামেই। ‘হটি নটি মাহিয়া মাহি’। কিন্তু এটি কোনো ছবির গান নয়, একটি মিউজিক ভিডিও। যেটা শুধু ইউটিউবেই দর্শক উপভোগ করতে পারবেন।

‘হটি নটি মাহিয়া মাহি’ পরিচালনা করেছেন অনন্য মামুন। প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। কিন্তু এই গানটি নিয়ে বাস্তবেই দ্বৈত ভূমিকায় হাজির হয়েছেন মাহিয়া মাহি। শনিবার এফডিসিতে গানের অর্ধেক শুটিং করার পরই ঝামেলা বাঁধে। কারণ, পরিচালক নাকি তার সঙ্গে মিথ্যাচার করেছেন।

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ