বিনোদন ডেস্ক :
ফের বাবা হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর। ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা। তবে ফের বাবা হওয়ার ঘোষণাটি একটু ভিন্নভাবে দিয়েছেন শহিদ। গতকাল রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, চক দিয়ে আঁকা কয়েকটি বেলুন তার পাশে শুয়ে আছে শহিদের মেয়ে মিশা কাপুর। ছবির উপরের অংশে লেখা ‘বিগ সিস্টার’। এ পোস্টের পর শহিদকে অভিনন্দন জানাতে শুরু করেন তার ভক্ত অনুসারীরা।
বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় শহিদের বাবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে এতদিন চুপ ছিলেন পদ্মাবত অভিনেতা। ২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শহিদ কাপুর। বছর ঘুরতেই তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। এ জুটি মেয়ের নাম রাখেন মিশা কাপুর। তার বয়স ১৯ মাস।
গত বছরের শেষের দিকে জিকিউ ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে শহিদ বলেছিলেন, ‘মিরার বয়স এখন ২২ বছর। সে খুব শিগগির দ্বিতীয় সন্তানের মা হতে চায়। সে নিয়ম ভেঙে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাচ্চাদের বড় করে নিজে মুক্ত হতে চায়।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

