১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

সিলেটে খুনের মামলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে ডাকাতি ও খুনের মামলায় আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রপ্তারকৃতদের মাঝে একজন নারী রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির পাঁচ রাউন্ড গুলিসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ডাকাতিকালে ব্যবহৃত দেশীয় অস্ত্র সরঞ্জাম এবং লুটপাট হওয়া স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত দুলালের বাড়ি বিয়ানীবাজার থেকে ডাকাতির অস্ত্র সরঞ্জাম ও লুটপাট হওয়া মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার খালপার পূর্ব গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সাবুল মিয়া(২৭) ও বিয়ানীবাজার উপজেলার পূর্ব জলঢুপ গ্রামের কামলাবাড়ির দুলাল মিয়া ওরফে বকর মিয়ার স্ত্রী সোমা বেগম।

বৃহস্পতিবার ভোরে কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে একদল ডাকাত ঘরের গ্রিলের তালা ও দরজা ভেঙে ঘরে ঢোকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা মালামাল লুট করতে থাকার একপর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে নিহত ইফজাল উদ্দিন ঘুম থেকে জেগে ডাকাতদের একাই প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে কানাইঘাট থানায় অজ্ঞাত ডাকাতদের আসামি করে থানায় মামলা (নং-১৪(৪)১৮) দায়ের করেন। পেশায় ব্যবসায়ী নিহত ইফজাল চার সন্তানের জনক। তিনি কানাইঘাট ছোটদেশ বাজার বনিক সমিতিরি সাধারণ সম্পাদক ছিলেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ