১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

বলিউড অভিনেতাদের কে কত পারিশ্রমিক পান?

বিনোদন ডেস্ক:

বলিউডে সর্বসম্প্রতিক সবচেয়ে আলোচনার বিষয়টি হলো রেমো ডি’সুজার ছবিতে বরুণ ধাওয়ানের অনেক বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়া। এর পরই আলোচনা শুরু হয়েছে, বলিউডের ছবিতে পুরুষ পারফর্মাররা কে কত পারিশ্রমিক নেন।

বলিউডের চলচ্চিত্রের বাজার দিন দিন প্রসারিত হচ্ছে। সঙ্গে বাড়ছে তারকা অভিনেতাদের বাজার দরও। বলিউডের বেশির ভাগ চলচ্চিত্র নায়ক প্রধান। এজন্য তাঁদের পেছনে মোটা অংকের অর্থ খরচ করতে হয় প্রযোজকদের।

আসুন জেনে নিই বলিউড অভিনেতাদের কে কত পারিশ্রমিক পান-

সালমান খান : এক নম্বরে কে, বলা বাহুল্য। সালমান খানের ছবি মানেই ব্যবসা ১০০ কোটি তো বটেই, ২০০ কোটিও তরতর করে ছাড়িয়ে যা। সালমান খান প্রতি ছবিতে ৬০ কোটি রুপি নেন।

আমির খান : মিস্টার পারফেকশনিস্ট আমির খান ছবি পিছু ৫০ কোটি রুপি নেন।

শাহরুখ খান : কিং খান খ্যাত শাহরুখ নেন ৪০-৪৫ কোটি রুপি। তবে ছবির ডিস্ট্রিবিউশনের অংশ থাকে তার হাতে।

অক্ষয় কুমার : পরপর হিট। বর্তমানে ছবি প্রতি ৫০ কোটি রুপি নেন।

হৃতিক রোশন : ছবি প্রতি নেন ৪০ কোটি রুপি।

অজয় দেবগণ : ২৫ কোটি রুপি।

রণবীর কাপুর : ছবি পিছু ২০-২৫ কোটি রুপি নেন । ঝুলিতে কিন্তু বড় হিট এখনই প্রয়োজন।

রণবীর সিংহ : ‘বাজিরাও মস্তানির’ সাফল্যের পরেই দুম করে পারিশ্রমিক বাড়িয়ে দেননি। তিনি ধীরে ধীরে নিজের চাহিদা বাড়াচ্ছেন। আপাতত ২০-২৫ কোটি রুপি নেন।

অমিতাভ বচ্চন : এখনও প্রতি ছবি ২০ কোটি রুপি নেন।

শাহিদ কাপুর : ‘উড়তা পাঞ্জাবের’ পরে চাহিদা ফের ঊর্ধ্বমুখী। আপাতত ছবি প্রতি ১৫ কোটি রুপি নেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ