১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

হৃদয়ের রংধনু : সেন্সর বোর্ডকে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টের নির্দেশ

বিনোদন ডেস্ক:

হৃদয়ে রংধনু’ চলচ্চিত্রের মুক্তির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে- তা জানাতে সময়সীমা বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

সেন্সর বোর্ডকে আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত জানাতে হবে।

বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে সৃষ্ট চলচ্চিত্রটির পরিচালক রাজিবুল হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ নভেম্বর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রথম দেখেন। এরপর চলচ্চিত্রটিকে দেশের পর্যটন শিল্পের জন্য ‘হুমকি’ মনে করে বোর্ড। পরে ২০১৭ সালের ২৯ আগস্ট আটটি সংশোধনী দিয়ে প্রযোজক-পরিচালক বরাবর চিঠি দেয় সেন্সর বোর্ড।

অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে পরের মাসে ৮ সেপ্টেম্বর পুনরায় সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হয়। পরে ১০ অক্টোবর ছবিটি আবার প্রিভিউ হয়।

তবে সেন্সর বোর্ড কোনো সিদ্ধান্ত না দেওয়ায় আইনি বিজ্ঞপ্তি (লিগ্যাল নোটিস) পাঠান পরিচালক। ওই বিজ্ঞপ্তির কোনো জবাব না দেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালত।

প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ