নিজস্ব প্রতিবেদক:
থাইল্যান্ডের বিভিন্ন পণ্য সম্ভার নিয়ে আগামী সোমবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘থাইল্যান্ড উইক ২০১৮’। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশের থাই দূতাবাস ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এ বছর থাইল্যান্ডের ৪৫টি এবং থাই পণ্য আমদানিকারক বাংলাদেশের ৩৩টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।
মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২৬ এপ্রিল) পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলায় গাড়ির যন্ত্রাংশ, শিল্পকারখানার যন্ত্রপাতি, ফল, খাদ্য এবং কোমল পানীয়, প্রসাধনী, স্বাস্থ্যসেবা, গার্মেন্টস ও ফ্যাশন সামগ্রী, জুয়েলারি, শিশুদের পণ্য, উপহার সামগ্রী, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হবে।
এছাড়া প্রতিদিন থাইল্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এ মেলায়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) সুয়েবাসাক ডাঙবুনরুয়েং।
দৈনিক দেশজনতা/এন এইচ