নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন জুনের শেষে হতে পারে। ওই নির্বাচনের তফসিল আগামী মে মাসে ঘোষণা করা হবে বলে শুক্রবার সকালে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি জানান, মে মাসে এ আসনের তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভোট হবে। আগামী কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানান নির্বাচন কমিশন সচিব।
প্রসঙ্গত, বাগেরহাট-৩ আসনটি বর্তমানে শূন্য রয়েছে। এই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ মে ওই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।