১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

বলিউডে আসছেন স্টারকিড শ্বেতা তেওয়ারিও

বিনোদন ডেস্ক:

ইতিমধ্যেই বলিউডের ছবিতে অভিষেক হয়েছে প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যার এবং সাইফ আলী খানের মেয়ে সারা খানের। একের পর এক স্টারকিড পা রাখছেন বলিউডে। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন শ্বেতা তেওয়ারিও। খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে তার মেয়ে পলক তেওয়ারির।

পলক শ্বেতা তেওয়ারির প্রথম পক্ষের স্বামী রাজা চৌধুরীর মেয়ে। রাজা চৌধুরির সঙ্গে ৯ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদ হয়ে যায় শ্বেতার। পরে অভিনেতা অভিনব কোহালিকে বিয়ে করেন তিনি। যদিও প্রথম পক্ষের মেয়ে পলক শ্বেতার সঙ্গেই থাকেন। মাত্র এক বছরের সৎ ভাইয়ের সঙ্গেও দারুণ সম্পর্ক পলকের।

হিন্দি জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটী জিন্দেগী কী’-তে অভিনয় করে নজর কেড়েছিলেন এই শ্বেতা তেওয়ারি। তারই মেয়ে এবার অভিনয় করতে চলেছেন ভারতীয় হিন্দি ছবিতে। ১৮ বছরের পলক বিদেশে পড়াশোনা করেন। তবে ছোটবেলা থেকেই মডেলিং ও ফ্যাশন দুনিয়ার প্রতি তার আগ্রহ রয়েছে। ইতিমধ্যেই পলকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবিগুলি দর্শকদের নজর কেড়েছে। কালো পোশাকে পলকের একটি ফটোশুটের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মেয়ের বলিউডে অভিষেকের কথা মাস কয়েক আগেই পিটিআইকে জানিয়েছিলেন শ্বেতা। শোনা যাচ্ছে, আমির খানের ‘তারে জামিন পর’খ্যাত দরশিল সাফারির সঙ্গে প্রথম ছবি করবেন পলক। ছবিটির নাম আপাতত ঠিক হয়েছে ‘কুইকি’। তবে ছবিটির শুটিং বা মুক্তির দিন নিয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১০:৩৮ পূর্বাহ্ণ