১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩
Liverpool's Egyptian midfielder Mohamed Salah (C) celebrates with teammates, scoring the team's first goal during the UEFA Champions League first leg quarter-final football match between Liverpool and Manchester City, at Anfield stadium in Liverpool, north west England on April 4, 2018. / AFP PHOTO / Anthony DevlinANTHONY DEVLIN/AFP/Getty Images

সালাহর রেকর্ডে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার এএফসি বোর্নমাউথকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ঘরের মাঠে গোল পান সালাহ, ফিরমিনো এবং সাদিও মানে। এই ম্যাচের গোল নিয়ে প্রিমিয়ার লিগে মোট ৩০টি গোল করেন মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে এক মৌসুমে আফ্রিকানদের ভেতর সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন এই ফুটবলার।

শনিবার ম্যাচের শুরুটাই বেশ দারুণ করে লিভারপুল। ম্যাচের সপ্তম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। দলের পক্ষে গোল করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন করেন সালাহ। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বাড়ানো বল দারুণ হেডে জালে পাঠান সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে মিশরের এই ফরোয়ার্ডের ৪০তম গোল এটি।

ম্যাচের ৯০তম মিনিটে বোর্নমাউথের জালে বল পাঠিয়ে জয় সূচক গোলটি করেন ফিরমেনো। এরপরে আর কোন সুযোগ না আসলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১০:৩৬ পূর্বাহ্ণ