১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

পশ্চিমাজোটের সিরিয়া হামলায় সৌদি-বাহরাইনের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব গৌতায় আসাদ বাহিনীর রাসায়নিক হামলার প্রতিবাদের পশ্চিমা জোটের ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থণ দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণায়ল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ‘আমরা সিরিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে চালানো হামলার পুরোপুরি সমর্থন করছি। খবর: আল আরাবিয়া

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, সিরিয়ায় সাধারণ নাগরিকদের বিরুদ্ধে আসাদ বাহিনীর বর্বর নির্যাতন কয়েক বছর যাবত অব্যাহত রয়েছে। এ হামলার জন্য সিরিয়ার সেনাবাহিনীই দায়ী। এর আগে বিশ্ব সম্প্রদায় তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করতে পারেনি। এদিকে বাহরাইনও এ হামলার সমর্থন জানিয়ে বলেছে, সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রতিরোধের জন্য এ হামলা যথোপযুক্ত।

উল্লেখ্য, শনিবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা পরই সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় অংশ নেয় বৃটেন ও ফ্রান্স। প্রায় একশরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। তবে এর অধিকাংশই ভূপাতিত করে রাশিয়া ও সিরিয়ার সেনাবাহিনী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ