২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৪

সিরিয়া সঙ্কট: নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় মার্কিন জোটের হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়ার উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাশ্চাত্যের দেশগুলো। শনিবার মস্কোর আহ্বানে পরিষদের জরুরী বৈঠক বসলেও তাতে কোনো সমাধান আসেনি।

বৈঠকে দামেস্কে হামলা চালানোর জন্য নিন্দা প্রস্তাব উত্থাপন করে মস্কো। সদস্য দেশগুলোর আলোচনার পর নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে সিরিয়ায় হামলার পক্ষে সাফাই গায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ১৫ সদস্য দেশের মধ্যে কেবলমাত্র চীন এবং বলিভিয়া রুশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

গত ৭ এপ্রিল সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলার জবাব দিতে শনিবার (১৪ এপ্রিল) প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান থেকে সিরিয়ার তিনটি প্রধান রাসায়নিক অস্ত্র ক্ষেত্রে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। আর এ যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ