বিনোদন ডেস্ক:
সোহেল আরমান পরিচালিত ‘এইতো প্রেম’র পর আবারো মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাম ঠিক না হওয়া সিনেমাটির এখনও নাম ঠিক হয়নি।
জাজ থেকে বলা হচ্ছে, সিনেমাটি পরিচালনা করবে ভারতীয় পরিচালক রাজ চক্রবর্তী। বাজেট ৫ কোটি টাকা। শাকিব খানের পারিশ্রমিক ৬০ লাখ।
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমাটির গল্প এগোবে। শাকিব খানের সাথে কথা হয়েছে। সে অভিনয়ে রাজি হয়েছে।’ শাকিব ছাড়াও সিনেমাটিতে আছেন মিশা সওদাগর।
তিনি আরো বলেন, ‘সিনেমাটি অনেক বড় ক্যানভাসের তাই রাজ চক্রবর্তীতে দায়িত্ব দেওয়া হচ্ছে। আশা করি সে অনেক ভালভাবে সামলাবে।’
আবদুল আজিজের মূল ভাবনায় চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। দিল জানান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হলেও সিনেমাটিতে প্রাধান্য পেয়েছে ভালোবাসা। শাকিব একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন। সিনেমার গল্প শুরু হবে ১৯৭০ সাল থেকে।
শাকিব বর্তমানে স্কটল্যান্ডে রয়েছেন জয়দীপ মুখার্জীর ‘ভাইজান এলো রে’র শুটিংয়ে। সেখান থেকে তিনি ২২ এপ্রিল দেশে ফিরবেন। শাকিব ফেরার পর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
জাজ জানাচ্ছে, জুলাই থেকে সিনেমাটির টানা শুটিং হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ