১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

জটিলতায় ঐশ্বরিয়ার সিনেমা

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত পরবর্তী সিনেমা ফ্যানি খান। সিনেমাটি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যানি খান সিনেমার শুটিং প্রায় শেষ। এখন অল্প কিছু কাজ বাকি। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় বাকি কাজ করতে অস্বীকৃতি জানাচ্ছেন সিনেমার ক্রুরা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এই প্রজেক্টের যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান কিআর্জ এন্টারটেইনমেন্টের চুক্তি রয়েছে। আমাদের বলা হয়েছিল মার্চের শুরুতে সব পারিশ্রমিক পরিশোধ করা হবে কিন্তু কোনো কানাকড়িও পাইনি। সুতরাং পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত আমরা পরবর্তী শিডিউল শুরু না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানকে সময়সীমা বেধে দিয়েছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান কিআর্জ এন্টারটেইনমেন্টের কাছ থেকে এ ব্যাপারে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে সিনেমাটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্সের পক্ষ থেকে রাজিব টেন্ডন বলেন, ‘আমি নিজে পারিশ্রমিকের বিষয়টি তদারকি করি, আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফলতি হয়নি।’

বাকি কাজের মধ্যে রয়েছে ঐশ্বরিয়া, অনিল কাপুর ও রাজকুমার রাও অভিনীত দুটি গান। এ গুলো শুটিংয়ে কেন দেরি হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা কোরিওগ্রাফার হিসেবে একজনকে নেয়ার চেষ্টা করছি। এ জন্য দেরি হচ্ছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৭ মে গানের শুটিং করা হবে।’ চলতি বছর জুনে ফ্যানি খান সিনেমাটির মুক্তির কথা ছিল। কিন্তু এখন তা পিছিয়ে আগামী ১৩ জুলাই করা হয়েছে। এ ব্যাপারে রাজিব টেন্ডন বলেন, ‘১৫ জুন বড় বাজেটের সিনেমা মুক্তির পাচ্ছে। বক্স অফিসে লড়াইয়ের কোনো মানে হয় না।’

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ