১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি:

বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

তিনি বলেন, বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করে আসছিলো। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু লোক বাস চলাচলে বাধা দেওয়ায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

এরপর বিষয়টি নিয়ে সমাধানের অপেক্ষায় থাকলেও বুধবার রাত পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঢাকা-যশোরসহ বিভিন্ন দূরপাল্লার রুট থেকে যেসব গাড়ি বরিশালে যাত্রী নিয়ে আসছে তাদের কোনো বাধা ছাড়াই টার্মিনালে ঢুকতে দেওয়া হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ