১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

কালো বলে কাজ হারিয়েছেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক:

বলিউড ছাপিয়ে হলিউড এখন তার রূপে মাতোয়ারা। আর তাকে কিনা ছবি থেকে ছেটে ফেলা হল! কারণ তার গায়ের রঙ কালো। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছিল প্রিয়াংকা চোপড়ার সঙ্গে। স্মৃতির ঝাঁপি খুলে মন খারাপের কথা শোনালেন প্রিয়াংকা চোপড়া। জানালেন, এক সময় বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল নায়িকাকে।
‘কোয়ান্টিকো’র সুবাদে অভিনেত্রীর এখন বিশ্ব জোরা নাম। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “‘কোয়ান্টিকো’র আগে হলিউডি এক মুভির অফার আসে তার কিছু। খুব খুশি ছিলেন তিনি। কিন্তু কিছুদিন পর হলিউড ছবির স্টুডিও ফোন আসে তার কাছে। জানানো হয়, তিনি এই ছবির জন্য ফিট নন। তাই বাদ দেওয়া হয়েছে তাঁকে।”
কিন্তু কেন ফিট নন? একথা জিজ্ঞাসা করলে হলিউডি ওই সংস্থা থেকে জানানো হয়, “প্রিয়াংকার গায়ের রং শ্যাম বর্ণ”। এই পুরো ঘটনা প্রিয়াংকার ওপর গভীর প্রভাব ফেলেছিল। তবে সেসব আজ অতীত। হলিউডে মিউজিক ভিডিওর হাত ধরে পদার্পণ করে আজ প্রিয়াংকা জনপ্রিয়তার শিখরে। হাই টিআরপি রেটেড ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজ থেকে শুরু করে ‘বেওয়াচ’র ‘ভিক্টোরিয়া লিডস’ মত চরিত্রে নজড় কেড়েছেন সিনেপ্রেমীদের।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ