১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

অপির যে পরিচয় দর্শক জানে না

দৈনিক দেশজনতা ডেস্ক:

হুমুখী প্রতিভার অধিকারী অপি করিম। নৃত্য, অভিনয়, উপস্থাপনা, সংগীত, মডেলিং তো আছেই, সেই সাথে ব্যক্তি জীবনে তিনি একজন স্থপতি ও শিক্ষক। তবে অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না। অপি করিম একসময় ফুটবল খেলতেন।

যদিও এই ফুটবল খেলা পরিবার-পরিজনের সঙ্গেই সীমাবদ্ধ ছিল। তবে এখনো ফুটবল খেলার স্মৃতি মনে পড়লে অপি রোমাঞ্চিত হয়ে পড়েন।

সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন অপি করিম। এতদিন তিনি একজন উপস্থাপক হিসেবে তারকাদের আমিত্ব বের করবার চেষ্টা করেছেন কিংবা গ্লোয়িং চেয়ারে বসিয়ে তারকাদের অজানা তথ্য জেনেছেন। তবে এবার অপি করিম তার না বলা অনেক কথাই ব্যক্ত করেছেন।

‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের ২য় দিন, সকাল ৭টায়। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থানায় প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ