অনলাইন ডেস্ক:
প্রথম বলেই শিকার ধরলেন রুবেল হোসেন। রোহিত শর্মাকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে ফেরালেন এই টাইগার পেসার।
চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টসে জিতে ইতোমধ্যেই ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ওভালে আজকের ম্যাচে টস করতে মাঠে নামেন সাকিব আল হাসান।
সাকিব ফিল্ডিং নিলেও টস হেরে ব্যাট করতে নামা কোহলি বলেছেন ভিন্ন কথা। টস জিতলে তিনি ব্যাটিং করতেন শুরুতে। কারণ তার কাছে মনে হচ্ছে পিচে অনেক রান আসবে। তবে সেক্ষেত্রে আবহাওয়া প্রভাব ফেলবে। বাজে আবহাওয়ার কারণে শুরুতে ব্যাট করাটা চ্যালেঞ্জ হবে বলেই মনে করেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াই শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে মাশরাফিরা। চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাসেক্সে দশদিনের ক্যাম্প, এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছিল লাল-সবুজদের। কিন্ত শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অকল্পনীয়ভাবে হেরেছে মাশরাফিরা। ৩৪১ রানের পাহাড় গড়েও স্বস্তি মেলেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে নয়; বরং বোলার ও ফিল্ডারদের কারণেই হারতে হয়েছে টাইগারদের। সব শেষ ম্যাচে কেমন করে টাইগাররা সেটাই এখন দেখার।
দৈনিক দেশজনতা/এমএম