১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৩

দেশের ক্রিকেটের সাবেক কান্ডারি রেজা-ই-করিম আর নেই

ক্রীড়া প্রতিবেদক : স্বাধীনতার পর বাংলাদেশে ক্রিকেটের পুনর্জন্ম হয়েছিল রেজা-ই-করিমের হাত ধরে। দেশের ক্রিকেটের প্রচারপ্রসারে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক হিসেবে। দেশের ক্রিকেটের অন্যতম এই কান্ডারি চলে গেলেন না ফেরার দেশে।

আজ রবিবার ভোরে ৮২ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রেজা-ই-করিম। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ছাড়াও ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

দেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেটকে ফেরাতে নিরলস প্রচেষ্টা করে গেছেন রেজা-ই-করিম। ১৯৭৪-৭৫ সালে তত্কালীন বিসিসিবির প্রথম বিভাগীয় লিগ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ছিলেন। ১৯৭৬-৭৭ এ বোর্ডের প্রথম সংবিধান খসড়ার সময় কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন রেজা-ই-করিম। বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রবিবার তেজগাঁওর মনিপুরিপাড়ার বাইতুশ শরফ মসজিদে বাদ জোহর তার জানাযা হবে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রকাশ :মার্চ ২২, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ