১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

সালমানের বিরুদ্ধে হরিণ হত্যা মামলার রায় আজ

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার সালমান খান ও সাইফ আলী খানসহ চার অভিনেতার বিরুদ্ধে আজ কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
রাজস্থানের জোধপুরের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় দেবেন।
গত ২৮ মার্চ নিম্নআদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। সালমান খানের আইনজীবী এইচএম সারস্বতের দাবি, সরকারি কৌঁসুলি অভিযোগের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল, তাও প্রমাণ করতে পারেননি।
১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে জোধপুরের কঙ্কানি গ্রামের কাছে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খান, সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধে।

রায় উপলক্ষে বুধবার সকালেই জোধপুরে পৌঁছেছেন টাবু। ওই সময়ে তাকে উত্ত্যক্ত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সংবাদমাধ্যমের প্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বেরোনোর সময় নিরাপত্তাবেষ্টনী ভেঙে টাবুর একেবারে কাছে পৌঁছে যায় সে এবং অভিনেত্রীর সঙ্গে অশোভন আচরণ করে।
বাউন্সাররা তাকে কোনোমতে সরিয়ে টাবুকে গাড়িতে তুলে দেন। এখনও পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ হয়নি।
অন্যদিকে জোধপুর বিমানবন্দরে পৌঁছে গাড়িচালকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল সাইফ আলী খানের বিরুদ্ধে। সাংবাদিকদের দেখে উত্তেজিত হয়ে পড়েন তিনি।

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ