১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

রসের হাঁড়ি’তে অহনা

বিনোদন ডেস্ক:

ব্যস্ত অভিনেত্রী অহনা। অভিনয় করছেন বেশ কয়েকটি সিরিয়ালে। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভাঙ্গছেন প্রতিনিয়ত, আর দর্শক মনে তৈরি করেছেন শক্ত অবস্থান। বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে অহনা অভিনীত ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি’, যা ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে।

জীবিকার তাগিদে গ্রাম থেকে মেঘাসিটি ঢাকায় ছুটে আসা সহজ-সরল মানুষদের নানা অসঙ্গতিতে জড়িয়ে পড়ার গল্পই ‘রসের হাঁড়ি’, যা হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। টিপু আলমের গল্পে নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অহনা ছাড়াও ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাঈদ বাবু, ডা. এজাজ, মম মোর্শেদ, নাজিরা মৌ, আখম হাসান, সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে।

নাটকটি প্রচার হচ্ছে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ