১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

শরীয়তপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ঘ ,আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :

শরীয়তপুরের জাজারিয়া উপজেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ঘ হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
পুলিশ জানায়, ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। অনেক্ষণ চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে নারী পুলিশ সদস্য মোসলেহা আক্তার, করিম মাঝি, জুলহাস সারেং, কবির হাওলাদার, সুমন খান, সিরাজ সিকদার ও মো. হৃদয়ের নাম পাওয়া গেছে। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সুমন খানকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় আগমন উপলক্ষে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার ও সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের সমর্থকরা সেতুমন্ত্রীকে স্বাগত জানাতে জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে দাঁড়ায়। অপর গ্রুপ এসে মোড় দখল করার চেষ্টা করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ঘন্টাব্যাপী চলে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা উভয় গ্রুপের কমপক্ষে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাজিরা থানা পুলিশ লাঠিচার্জ শুরু করে।
এ বিষয়ে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, ‘সেতুমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে নেতাকর্মীদের নিয়ে জড়ো হই। এ সময় প্রতিপক্ষ এমপি সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক তালেব চৌকিদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রতন সরদারসহ ১৫ থেকে ২০ জন এসে আমাদের ব্যানার ছিনিয়ে নিতে চায়। এতে তাদের সঙ্গে ধাক্কধাক্কিতে আমাদের দুই-তিন জন নেতাকর্মী আহত হন।’

জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে টিঅ্যান্ডটি মোড়ে জড়ো হই। এ সময় মোবারক আলী সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার বলেন, গতকাল সন্ধ্যায় শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জাজিরা আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নারী পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মী আহত হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ২:৫৯ অপরাহ্ণ