১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

ইকোপার্কে তরুণীকে গণধর্ষণ গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি:

বাঁশখালী ইকোপার্কে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। গত রোববার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ গ্রেফতার তিনজনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষাও হয়েছে গতকাল সোমবার।

গ্রেফতারকৃতরা হল আরিফুল ইসলাম (২১), রুপন বড়ুয়া (১৯) ও টিটু বড়ুয়া (২৫)। এদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং অপরজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁশখালীর গণ্ডামারা এলাকার ২১ বছর বয়সী ওই তরুণী তার দুই বন্ধুর সঙ্গে ইকোপার্কে বেড়াতে যান। এ সময় ইকোপার্কে ঘুরে বেড়ানো তিন বখাটে ওই তরুণীর দুই বন্ধুকে অস্ত্রের মুখে ধাওয়া করলে তারা মেয়েটিকে রেখে পালিয়ে যায়। এরপর পার্কের নির্জন স্থানে নিয়ে তিন বখাটে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে পার্কের নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা ছুটে এসে তিন বখাটেকে ধরে ফেলে।

 

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ২:১৬ অপরাহ্ণ