১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে তুলুন: হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে মামলা দিতে আরব দেশগুলোর সংগঠন আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক সগঠন হামাস। গতকাল সোমবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া মিসরের কায়রোভিত্তিক সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল-ঘেইতের কাছে এক ফোনকলে এই আহ্বান জানান। এ সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নিপীড়ন প্রসঙ্গেও কথা বলেন তিনি।

গত শুক্রবার ফিলিস্তিনির ভূমি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয় প্রায় ৫০০। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি অপরাধ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলতে ও এ বিষয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করতেও আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন হানিয়া।

কুয়েতের অনুরোধে গাজা পরিস্থিতি বিষয়ে জাতিসংঘ একটি প্রস্তাবনা পাস করলেও হত্যাকাণ্ডের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। হামাসের বিবৃতি অনুসারে, ‘ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ র‌্যালিতে ইসরায়েলি হামলাকে অপরাধ’ বলে উল্লেখ করেছেন ঘেইত। এ বিষয়ে মঙ্গলবার আরব লীগের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ২:১২ অপরাহ্ণ