১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

আকর্ষণীয় বেতনে ‘সিপিডিতে’ ক্যারিয়ার গড়ুন

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ) পদে নিয়োগ দেবে।

তবে কতজনকে নিয়োগ দেয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ)
যোগ্যতা : প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৬০ পয়েন্ট।

তবে বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রিধারী অথবা কোনো স্বীকৃত জার্নালে প্রকাশনা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের সিজিপিএ শিথিলযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞদের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট (সিআরএ) পদের জন্য আহ্বান করা হয়েছে।

বেতন : রিসার্চ অ্যাসোসিয়েট (আরএ) পদের জন্য ৪২ হাজার টাকা এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য ৫৫ হাজার টাকা। এছাড়া প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে career@cpd.org.bd- এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : ১২ এপ্রিল, ২০১৮।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ