১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

অভিনেতা আহমেদ শরীফের কারাদণ্ড

বিনোদন ডেস্ক:

চেক জালিয়াতির মামলায় ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী খল অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।

মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয়।

ওই সময় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।

এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ হলে বিচারক আজ মামলাটির রায় প্রদান করেন। আহমেদ শরীফ আদালতে হাজির না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৮:১৩ অপরাহ্ণ