অনলাইন ডেস্ক :
কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার জিতলো ‘দ্য স্কয়ার’। সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড তুলে নিলেন কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ এই পুরস্কার।
রোববার (২৮মে) রাত সোয়া ৮টায় কান উৎসবে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। ব্রিটিশ ছবি ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’ পেয়েছে দুটি পুরস্কার। এতে যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ এক ব্যক্তির ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জোয়াক্যু ফিনিক্স। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পেয়েছে মরক্কো বংশোদ্ভূত ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলোর এইডস বিষয়ক ছবি ‘১২০ বিটস পার মিনিট’।
স্বর্ণপামের জন্য ফেভারিট ভাবা আন্দ্রেই জিয়াগিন্তসভ পরিচালিত রুশ ছবি ‘লাভলেস’ পেয়েছে জুরি প্রাইজ। সবশেষে দেখানো হয় স্বর্ণপাম জয়ী ‘দ্য স্কয়ার’ ছবিটি।
দৈনিক দেশজনতা /এমএম
দৈনিক দেশজনতা /এমএম