২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪৫

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তৃতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :
উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা থামাতে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
ইউএসএস নিমিৎজ নামক রণতরীটি বিশ্বের সবচাইতে বড় রণতরীর একটি। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ইউএসএস কার্ল ভিনসন এবং পশ্চিম রোনাল্ড রিগানের সাথে যোগ দিবে এটি। কোনো স্থানে একসাথে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা মার্কিন ইতিহাসে বিরল। তবে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমানবিক কার্যক্রমকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশেষজ্ঞদের মতে ২০২০ সালের মধ্যেই পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের মূল ভূ-খন্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। সিসিলিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া সংকট সমাধান করা তাদের অন্যতম লক্ষ্য।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাবে এবং ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনী আগামী সপ্তাহে ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার ব্যবস্থা পরীক্ষা করতে যাচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ