১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

ট্রেনে কাটা পড়ে দুই কিশোরসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই কিশোরসহ পৃথক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। সোমবার সকালে জেলার মাধবপুর ও বাহুবলে দৃথক দুটি ঘটনায় তারা মারা যান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপশ বডুয়া জানান, সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার উত্তরে ট্রেনে কাটা দুই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, সকাল ৭টার দিকে তারা ট্রেনে কাটা পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন ট্রেনে তারা কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যচ্ছে না।

নিহতরা হচ্ছেন, উপজেলার মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে ও নোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তামজিদ খান (১৬) ও ইছব আলীর ছেলে নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (১৫)।

এদিকে, বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় বালু বোঝাই ট্রাকের চাপায় ছালমা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। ছালমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার গোকর্ণ গ্রামের আয়াত আলীর মেয়ে। সে দীর্ঘদিন যাবৎ পরিববার নিয়ে মিরপুর বাজারে বসবাস করে আসছিল।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সকালে বাহুবল উপজেলার চলিতাতলা থেকে শায়েস্তাগঞ্জগামী একটি বালু বোঝাই ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ