১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

জন্মদিনে ভক্তদের শাকিবের উপহার

বিনোদন ডেস্ক:

নিজের জন্মদিনে ভক্তদের জন্য নতুন উপহার দিলেন নাম্বার ওয়ান শাকিব খান। বুধবার এই অভিনেতা তার জন্মদিন উপলক্ষে ‘শাকিব খান অফিসিয়াল’ নামে নতুন একটি ইউটিউব চ্যালেন উদ্বোধন করেছেন। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ বঙ্গ প্ল্যাটফর্ম থেকে চালু করা হয়।

অনুষ্ঠানে শাকিব খান কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন। শাকিব খানের এই চ্যানেলে এখন থেকে তার অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও আর অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দ্য সিনসহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও-অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে।

সম্প্রতি শাকিব খান ‘ক্যাপ্টেন খান’ছবির শুটিংয়ে অংশ নেন। কলকাতায় ‘ভাইজান এলো রে’ছবির শুটিং করে ঢাকায় এই নতুন ছবির শুটিং করেছেন শাকিব। এখন ‘সুপারহিরো’ছবির শুটিং করছেন তিনি। কিছুদিন পরই স্কটল্যান্ডে আরও একটি ছবির শুটিংয়ের জন্য উড়াল দেবেন এই চিত্রতারকা।

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মধ্য দিয়ে ১৯৯৯ শাকিবের ক্যারিয়ার শুরু। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর ছোট বোন ইরিন। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’এবং ২০১৬ সালে ‘এক পৃথিবী প্রেম’ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ