১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

ভেনিজুয়েলায় কারাগারে অগ্নিকাণ্ড: নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনিজুয়েলার একটি পুলিশ স্টেশনের কাছে অবস্থিত কারাগারে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কারাবোবো রাজ্যের ভ্যারেন্সিয়া শহরে এ ঘটনা ঘটে। সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। রাজ্যের প্রধান প্রসিকিউটর তারেক সাব বলেছেন, প্রকৃত ঘটনা জানতে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা কারাগার ভাঙার উদ্দেশ্যে গদিতে আগুন ধরিয়ে দেয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর শুনে বন্দিদের আত্মীয়-স্বজন কারাগার ঘিরে ফেললে পুলিশ তাদের হটাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাজ্যের কর্মকর্তা জিসুস স্ট্যান্ডার জানিয়েছেন, এ ঘটনায় এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দিদের আত্মীয়-স্বজন জানিয়েছেন, অনেক বন্দি ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মারা গেছে। তাছাড়া নিহতদের মধ্যে বন্দিদের দেখতে আসা আত্মীয়-স্বজনও রয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ভেনিজুয়েলার কারাগারগুলোয় অতিরিক্ত বন্দি রয়েছে এবং প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। গত মাসেও কারাবোবো রাজ্যের অন্য একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১১:১১ পূর্বাহ্ণ