১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

কলকাতার ছবিতে সায়নী-ইমন

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো কলকাতার কোনো কাজে নাম লেখাচ্ছেন চিত্রনায়ক ইমন। তিনি সেখানকার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমন নিজেই।

কৃষ পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী শায়নী ঘোষ। এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে আগামী ৫ই এপ্রিল কলকাতায় যাবেন ইমন। ৬ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন।

ছবিটি নিয়ে তিনি আরো বলেন: কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয় ছিল। তার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে এই ছবি দেখে আমাকে পছন্দ করেন। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই। ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ এই ফিচার ছবিটির ব্যাপ্তিকাল ৬০ মিনিট। ইমন-সায়নী ঘোষ ছাড়াও অভিনয় করবেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১:১৫ অপরাহ্ণ