বিনোদন ডেস্ক:
‘ভালোবাসা রং’ সিনেমার মাধ্যমে ২০১২ সালে রূপালি জগতে পা রাখেন মাহি ও বাপ্পী। এরপর বেশ কিছু সিনেমায় দেখা যায় তাদের। ২০১৬ সালে মুক্তি পায় সর্বশেষ সিনেমা ‘অনেক দামে কেনা’। আবারো পর্দায় ফিরছেন এ জুটি। তাদের দেখা যাবে শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’-এ। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে ইউটিউবে।
শুরুতেই দুর্ধর্ষ অবতারে দেখা যায় ভিলেন মিশা সওদাগরকে। তাকে পরোয়া করেন না বলে জানান মডেল মাহি। এ নিয়ে শুরু গোলমাল। তাকে বাঁচাতে আসেন প্রেমিক বাপ্পী। এমনই রোমান্স, অ্যাকশন, গানের টুকরো টুকরো দৃশ্যে সাজানো হয়েছে দেড় মিনিট দৈর্ঘ্যের টিজারটি।
ছবিটিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানায় নির্মিত ‘পলকে পলকে তোমাকে চাই’ প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস। জানা গেছে, এপ্রিলে মুক্তি পেতে পারে ‘পলকে পলকে তোমাকে চাই’।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

